লোহাগাড়ার বড়হাতিয়ায় বায়তুশ শরফের তিন দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর শাহ মাওলানা আব্দুল হাই নদভী (ম.জি.আ)। মাওলানা ইউছুফ আরমানী ও মাওলানা শিহাব উদ্দিন শিহাবের সঞ্চালনায় মোনাজাতের আগে কোরআন তেলোয়াত করেন হাফেজ ক্বারী মফিজ উদ্দিন। সমাপনী দিবসে আলোচনা করেন মাওলানা মাহি, মাওলানা খন্দকার মাহবুবুল হক, হাফেজ মাওলানা শহীদুল্লাহ বরকতী, অধ্যক্ষ প্রফেসর ড. আবু নোমান, হাফেজ মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মো. জাফর উল্লাহ প্রমুখ। মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়। তিন দিনব্যাপী এ মাহফিলে একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও তাহাজ্জুদ নামাজসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে।