লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ২০ শতক জমির আমনের বীজতলা নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার দিনগত গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের মো. আইয়ুব চৌধুরীর পুত্র মো. ইলিয়াছ চৌধুরী ও কবির আহমদের পুত্র মোহাম্মদ মোকতার আহমদ। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, রাতে একদল বন্যহাতি ২০ শতক খতিয়ানভুক্ত জমিতে রোপিত আমনের বীজতলায় তাণ্ডব চালায়। যার ফলে ধানের চারাগুলো একেবারে নষ্ট হয়ে যায়। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বীজতলার এসব ধানের চারা নিয়ে প্রায় ১০ কানি জমিতে চাষাবাদ করা যেতো বলে জানান তারা।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেয়া হবে।