চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাক্তন নিক্ষার্থীদের বিরল ভালোবাসায় সিক্ত হলেন বড়হাতিয়া আবু হানিফা (রা:) মাদ্রাসা থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া সাবেক শিক্ষক হাফেজ মুনিরুল ইসলাম।
শুক্রবার (৩ অক্টোবর) বাদে জুমা নিজের সদ্য প্রতিষ্ঠিত মাহাদুল কুরআনুল করীম হিফজ মাদ্রাসায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট এবং নগদ দেড় লক্ষ টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
উস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা হুজুরের কাছে ছবক নিয়েছি, তার জীবন যৌবন এখানেই কাটিয়েছেন, দীর্ঘ ২২ টি বছর শিক্ষকতা শেষে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে নিজেই একটি প্রতিষ্ঠান করেছেন, আমরা সামন্য সহযোগিতা করেছি, আগামীতে হুজুরের জন্য আমরা প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখব।
সংবর্ধিত হাফেজ মুনিরুল ইসলাম বলেন, আমার হাত ধরে বিগত ২২ টি বছরে শতাধিক হাফেজ হয়েছে, আজকে তাদের ভালোবাসায় আমি আবেগ হারিয়ে ফেলেছি, মন থেকে তাদের জন্য দোয়া করি যেন তাদের আরও বেশি উন্নতি সাধিত হয়। শেষে সকলের কাছে তিনি সদ্য প্রতিষ্ঠিত হেফজ মাদ্রাসার জন্য দোয়া সহযোগিতা কামনা করেন।