লোহাগাড়ার বড়হাতিয়ায় প্রতারণা মামলায় মো. আইয়ুব (৪৫) নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের মনুফকির হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চান্দির পাড়ার মৃত ফয়েজ আহমদের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার আইয়ুব সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইয়েদ চৌধুরীর সীল ও স্বাক্ষর জালিয়াতি করে ওয়ারিশ সনদ এবং পরে একটি দলিল মূলে ভুয়া খতিয়ান সৃজন করেন। যা আদালতে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে মো. আইয়ুব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।