লোহাগাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় লামা থেকে আসামির স্ত্রী গ্রেপ্তার

আজাদী অনলাইন | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:২২ অপরাহ্ণ

লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবান সীমান্তবর্তী এলাকা লামা থেকে রোববার রাতে হামলাকারী কবিরের স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান জানান।

সোমবার তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় রুবি আক্তারকে বান্দরবানের লামা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারী কবির এখনও পলাতক।

রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মো. কবির নামে এক আসামিকে ধরতে বাদীকে নিয়ে অভিযানে যায় পুলিশ। কবির তখন দা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

তার দয়ের কোপে লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বাদী এবং অন্য এক কনস্টেবল আহত হন। উন্নত চিকিৎসার জন্য জনিকে পরে ঢাকায় পাঠানো হয়।

বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল জনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

পূর্ববর্তী নিবন্ধ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নাঈম
পরবর্তী নিবন্ধহালদায় নমুনা ডিম ছেড়েছে মাছ