লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আব্দুল্লাহ একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া নজু মেম্বার পাড়ার বাসিন্দা হাফেজ মাওলানা সাইফুদ্দিনের ছেলে।

নিহত শিশুর বাবা সাইফুদ্দিন বলেন, মসজিদে চাকরির সুবাদে নানা শ্বশুর বাড়ির এলাকা হিসেবে হাতিয়ারকুল সুফি মিয়াজি পাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। বাসায় তিন ভাই বোন এক বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ আব্দুল্লার ঘুম ভেঙ্গে গেলে মাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে।

হাঁটতে হাঁটতে কোন একসময় পুকুরে পড়ে যায়। তার মা রান্নাঘর থেকে এসে শিশু আব্দুল্লাহকে বিছানায় না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাসার সামনের পুকুরে তার সন্তানের ভাসমান লাশ দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করে। চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা আরও জানান, তিন সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিয়া উদ্দিন আহমেদ বলেন, আবদুল্লাহ নামে একটি শিশু হাসপাতালে নিয়ে আসার পুর্বেই মারা যান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি কেউ আমাদের জানায়নি। তাই অবগত নই। তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১০ ঘন্টাপর যান চলাচল স্বাভাবিক, কাল কক্সবাজার শহরে অবরোধ