লোহাগাড়ায় যৌতুক ও নারী নির্যাতন মামলায় মুহাম্মদ হাবিবুল্ল্যাহ (৪২) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুল্ল্যাহ লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাকিম মৌলভী পাড়ার মৃত মোহাম্মদ শরীফের পুত্র।
জানা যায়, স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন আদালত। গ্রেপ্তার এড়াতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার হাবিবুল্ল্যাহকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।












