লোহাগাড়ায় নকল স্বর্ণালংকার নিয়ে প্রতারণা

লোহাগাড়ায় নকল স্বর্ণালংকার নিয়ে প্রতারণা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় নকল স্বর্ণালংকার নিয়ে প্রতারণা করতে গিয়ে পিতা-কন্যা ও পুত্রবধুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের এম.চর হাট বাজারে জগদীশ নাথের জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও নকল স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, কঙবাজারের পেকুয়া উপজেলার শীলখালি আলী মাতব্বর পাড়ার মৃত আবদুল সাত্তারের পুত্র নুরুল আবছার (৭৫), তার কন্যা কানিজ ফাতেমা (২৫) ও পুত্রবধু জান্নাতুল আইমন (৩৫)।
জুয়েলারি দোকানের মালিক জগদীশ নাথ জানান, গত শুক্রবার প্রতারকরা কিছু স্বর্ণালংকার বন্ধক রাখেন। বিনিময়ে ২৮ হাজার টাকা নিয়ে যান। ব্যস্ততার কারণে স্বর্ণালংকারগুলো যাচাই করা হয়নি। পরে সন্দেহ হলে যাচাই করে জানতে পারেন স্বর্ণালংকারগুলো নকল। তখন বুঝতে পেরেছেন তিনি প্রতারিত হয়েছেন। কিন্তু প্রতারকরা সেই সুযোগকে কাজে লাগিয়ে বুধবার পুণরায় তার জুয়েলারি দোকানে স্বর্ণালংকার বন্ধক রাখতে আসেন। এ সময় প্রতারকদের চিনতে পেরে আটকাতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটক তিন প্রতারকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোদর্প করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে উন্নয়ন নয়
পরবর্তী নিবন্ধনগরে কেন যানজট কীভাবে মুক্তি