লোহাগাড়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল মোটরসাইকেল

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে একটি মোটরসাইকেল। গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লক্ষণের খিল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তের নাম মো. এমরান। তিনি একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিণাবিল এলাকার বশির আহমদের পুত্র ও পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় ইউপি সদস্য আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কিছুক্ষণ আগে রাস্তায় মোটরসাইকেলটি রেখে অদূরে একটি বাড়ি নির্মাণ কাজ তদারকি করতে যান রাজমিস্ত্রি এমরান। এ সময় কে বা কারা মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকত থেকে চার শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআজ নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভা