লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে দরবেশহাট ডিসি সড়কে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি চাকু, ৩টি দেশীয় তৈরি কিরিচ, ২টি হেক্সু ব্লেড, ২টি হেক্সু ব্লডের মেশিন ও ১টি সিএনজি অটোরিক্সা।
গ্রেপ্তারকৃতরা হল, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠঘর এলাকার আব্দুল রশিদের পুত্র মো. জাকির হোসেন (৩৫), চাঁদপুরের কচুয়া থানার গজালিয়া ইউনিয়নের আজহার মির্জার পুত্র মো. আলমগীর (৫০) ও বাগেরহাট জেলার সদর থানার বৃষ্টিপুর ইউনিয়নের মানরা বাদুখালী এলাকার ইউসুফ বিশ্বাসের পুত্র মানিক বিশ্বাস (২৫)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।












