লোহাগাড়ায় প্রাইভেট কারের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের শাহ ছাহেব গেট এলাকায় এই ঘটনা ঘটে। এতে মাহমূদুল হাসান গুনভী নামে একজন আহত হয়েছেন। তিনি মাদরাসাতু দাওয়াতিল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী পিকআপের সাথে বিপরীতমুখী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা মাহমূদুল হাসান গুনভী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে–মুচড়ে গেছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. আবদুস ছাত্তার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গাড়ি ২টি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












