লোহাগাড়ার পদুয়ায় ওয়ান শুটার গানসহ মুহাম্মদ জুবাইদুল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম সমুদর পাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুবাইদুল্লাহ একই এলাকার নুর নবীর পুত্র।
গতকাল শনিবার সকালে র্যাব–৭ হাটহাজারী ক্যাম্পের পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. রায়হানুল ইসলাম খান বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা রুজু করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুবাইদুল্লাহর কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায়ও একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার জুবাইদুল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজ দখল ও হেফাজতে রাখার অপরাধে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।