লোহাগাড়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

 

 

লোহাগাড়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৭ বছর বয়সী এক কিশোরী। গতকাল রোববার দুপুরে পুটিবিলা ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। জানা যায়, কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান এলাকার জনৈক ব্যক্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যার সাথে পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবদুস সবুরের প্রবাস ফেরত পুত্র মো. আলমগীরের (৩০) বিয়ে ঠিক হয়। গতকাল পুটিবিলা ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে ১৭ বছর বয়সী ওই কিশোরীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে টিকাদান কর্মসূচি সম্পন্ন