লোহাগাড়ার চুনতিতে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ফুতুনি (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুতুনি কক্সবাজারের টেকনাফ থানার হোয়াক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়া বাজার পূর্ব সাতঘড়িয়া পাড়ার মৃত হোসেন আলীর কন্যা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, চট্টগ্রামমুখি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি করে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।