লোহাগাড়ায় আবার পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরে ডুবে তাবাচ্ছুম আবিদা () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আবিদা ওই এলাকার ছগির আহমদের পুত্র। স্থানীয় ইউপি সদস্য ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর মামা বশির আহমদ জানান, শিশু আবিদা সকলের অগোচরে খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একইদিন জানাজা শেষে সামাজিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় শিশুর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত রোববার একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা শরফুদ্দিন মিয়াজী পাড়ায় খেলাচ্ছলে পুকুরে পড়ে আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম () নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনির্ভাসিটি ল এলামনাই এসো’র চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ফজলুল কাদের চৌধুরী স্কুল এন্ড কলেজের চারতলা ভবনের উদ্বোধন