লোহাগাড়ার আমিরাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজলুর রহিম চৌধুরী (৭২) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিল্লার আন্দর এলাকার মৃত এনায়েত রহিমের পুত্র ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আহত ফজলুর রহিম চৌধুরী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনায় গত রোববার রাতে আহত শিক্ষকের স্ত্রী হোসনে আরা বেগম (৬০) বাদী হয়ে ৬ জনকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন পারভেজ সাজ্জাদ (৫২), সরওয়ার মামুন (৫৬), মিনহাজ (৪৪), সেলিম রেজা (৫৪), হেলাল উদ্দিন (৩০) ও আনিচুর রহমান (৩৪)।
অভিযোগে হোসনে আরা বেগম জানান, প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাদের। গত ২২ জুলাই বিকেলে প্রতিপক্ষরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে তাদের বসতঘরে হামলা করে। এ সময় তাদের ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ফজলুর রহিম চৌধুরী বাম পায়ের হাঁটুতে জখম হন। তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সরওয়ার মামুন কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে আনিচুর রহমান ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে জানান। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।