মাথা গোঁজার ঠাঁই নেই অসহায় কৃষক পরিবারের, সাময়িকভাবে টিনশেডের একটি ঘরে অসুস্থ স্বামী ও সন্তান নিয়ে প্রতিবেশীর জায়গায় থাকতেন। একটি মুরগির খামারে চাকরি করে তিলে তিলে জমিয়েছিলেন ৩৭ হাজার টাকা। কিনেছিলেন আসবাবপত্র ও তিন গরু। বড় মেয়ের বিয়ের কথা পাকা হয়েছে।
আগুনে পুড়ে নিঃস্ব ক্ষতিগ্রস্ত রহিমার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রোসাইঙ্গা ঘোনা গ্রামে। গতকাল বুধবার রাতে তিনি খামারে ছিলেন। তাঁর ছেলে–মেয়ে ও অসুস্থ স্বামী ঘরে ছিল। দিবাগত রাত তিনটার দিকে খবর পান তাঁর বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রহিমা বেগম বলেন, বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়েতে উপহার দেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনেছিলেন। এখন আর কিছুই নেই। তাঁর ঘরে আলমারি, খাট, চেয়ার, টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র ছিল। বসতবাড়ির সঙ্গে লাগোয়া গোয়ালে তিনটি গরু ছিল। সেগুলো আগুনে পুড়ে আধা মরা।
খবর পেয়ে সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী পুত্র বিএনপি-র সাবেক যুগ্ম সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তিনি বলেন আমরা ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেছি, আগুনে পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাথমিকভাবে সহযোগিতা করছি এবং আগামীতে আরো বড় আকারে সহযোগিতা করে পাশে থাকবো।
এসময় আগুনে পুড়ে যাওয়া বাড়িটি-তে পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা সাবেক সেচ্ছসেবকদল নেতা দিদার এলাহী, দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান, তাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশান, মোহাম্মদ জসিম, রমজান আলী, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি নেতা জসীম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।