লোহাগাড়ার ৬ ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২০ প্রার্থী

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী ২ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী ১২ জন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিয়নের রিটানিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন ও আবদুস ছবুর। সংরক্ষিত ওয়ার্ডের (৭,৮,৯নং) সদস্য প্রার্থী জয়নাব বেগম। সাধারণ সদস্য প্রার্থী ১নং ওয়ার্ডের মো. ইদ্রিছ ও ৬নং ওয়ার্ডের সুমন কান্তি নাথ। পুটিবিলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম। সাধারণ সদস্য প্রার্থী ২নং ওয়ার্ডের সুজিত বড়ুয়া। চুনতি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হোসেন মুহাম্মদ জুনাইদ। সাধারণ সদস্য প্রার্থী ৯নং ওয়ার্ডের ফজল করিম। পদুয়া ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের (৪,৫,৬ নং) সদস্য মালেকা বেগম। সাধারণ সদস্য প্রার্থী ২নং ওয়ার্ডের নুরুল আবছার, ৩নং জাহেদুল হক, ৫নং ওয়ার্ডের মুসলিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের জিয়াউল হক জিয়া ও ৭নং ওয়ার্ডের জসিম উদ্দিন, আমির হোসেন। বড়হাতিয়া ইউনিয়নে সাধারণ সদস্য প্রার্থী ৬নং ওয়ার্ডের হামিদ হোসেন ও ৮নং ওয়ার্ডের বাহার উদ্দিন।
উল্লেখ্য, লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত ওয়ার্ডের পদে ৬৬ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপুরনোতেই নির্ভর বোয়ালখালী আ. লীগ
পরবর্তী নিবন্ধ১২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩৮ জনের মনোনয়ন প্রত্যাহার