লোহাগাড়ার সাবেক ওসি শাহজাহানের স্ত্রীর দেড় কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৬ পূর্বাহ্ণ

লোহাগড়া থানার সাবেক ওসি মো. শাহজাহানের স্ত্রী ফেরদৌসী আকতারের দেড় কোটি টাকার স্থায়ীঅস্থায়ী সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। আদালতের একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। ক্রোককৃত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ফেরদৌসী আকতার ও স্বামী শাহজাহানের নামে নগরীর হাইলেভেল রোডের বহুতল ভবন ও কঙবাজার সদর থানা এলাকায় থাকা ৪ কাঠা জমি। অন্যদিকে ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে দুটি যাত্রীবাহী বাস ও ব্যাংকে থাকা টাকা। সব মিলে ওসি শাহজাহানের স্ত্রী ফেরদৌসী আকতারের ১ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৫৭২ টাকার সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়।

আদালতসুত্র জানায়, গত ২৮ জুলাই লোহাগাড়া থানার সাবেক ওসি মো. শাহজাহান ও তার স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলাটি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাটকীয়তার ম্যাচে পাকিস্তানের জয়
পরবর্তী নিবন্ধকষ্টে থাকা কষ্টে পড়া মানুষের আশার প্রতীক সিআরপি