লোহাগাড়ার দুই ইউনিয়নের সংযোগস্থল গাবতল–পহরচাদা সড়কের প্রায় এক কিলোমিটার কাঁচা অংশ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা আর গর্তে পরিণত হয়। এ অবস্থায় ৯ গ্রামের প্রায় ৫ হাজার পরিবারের লোকজন ও শিক্ষার্থীদের প্রতিদিন কাদা মাড়িয়ে চলতে হচ্ছে।
জানা যায়, প্রতিদিন ওই সড়ক দিয়ে পুটিবিলার পহরচাদা বড়ুয়া পাড়া, মাইল্যা কাটা, খনির পাড়া, আদর্শ গ্রাম, মাদাকাটা জোড়, আলী ঘোনা, খেদার ঘোনা, পশ্চিম পহরচাদা, পূর্ব পহরচান্দা এলাকার মানুষ চলাচল করেন। সড়কের প্রায় এক কিলোমিটার অংশ কাঁচা হওয়ায় বর্ষাকালে চরম দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয়দের। আর বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও মাঝে–মধ্যে হালকা–পাতলা বৃষ্টি হওয়ায় এ সড়কের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির কাঁচা অংশ নাজুক অবস্থার কারণে পরিবহন খরচ দ্বিগুণ বেড়ে গেছে। নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচিত হয় জনপ্রতিনিধি কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না। এমন পরিস্থিতি নিয়ে বসবাস করে আসছেন উপজেলার কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের নয় গ্রামের মানুষ।
বুধবার (৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে আছে কাদা ও কর্দমাক্ত পানি। হাঁটতে গিয়েই পা আটকে যাচ্ছে, অনেক জায়গায় আবার পানি জমে ছোটখাটো গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেউ খালি পায়ে, কেউবা জুতা হাতে নিয়ে চলাচল করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের কষ্টের যেন সীমা নেই। এ সময় একটি ব্যাটারিচালিত রিঙাকে কয়েকজন মিলে পেছনে ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। একজন অভিভাবক বলেন, প্রতিদিন সন্তানদের নিয়ে স্কুলে যাওয়া মানে একরকম বিপদের মধ্য দিয়ে চলা। কখন পড়ে যায়, কখন কাপড় নোংরা হয়, এই চিন্তায় থাকি। পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের সংযোগস্থল গাবতল–পহরচাদা সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। সড়টির কাঁচা অংশে বেহাল দশার কারণে স্থানীয়দের যাতায়াত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত সড়কটি সংস্কারপূর্বক স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফরাত বিন মুনির জানান, সড়কের কাঁচা অংশ পাকাকরণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বাজেট আসলে দ্রুত কাজ শুরু করা হবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, সড়কের কাঁচা অংশে কাদাময় হওয়ায় স্থানীয়দের চলাচলে দূর্ভোগের স্থানটি সরেজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।