লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক মো. ফৌজুল কবির ফজলুকে নবঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে সদস্য মনোনীত করায় আনন্দ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশাবি রেস্টুরেন্ট চত্বর থেকে মিছিল শুরু হয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–সভাপতি আহমদুল হক চৌধুরী, সহ–সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মহান, বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন ইমন, উপজেলা ছাত্রদল নেতা তানভীর জিহান, মো. মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, সায়মুন সেলিম, মো. আবু হানিফ, মো. ইসমাইল, মো. তৌহিদ, আবদুল লতিফ, মো. আনোয়ার, মো. রিদুয়ান, মো. শাহজাহান, খানে আলম অভি, আবদুস সবুর, আবু সাঈম, বদরুল আলম, মো. লোকমান, মো. জিহান, মো. সরওয়ার, মো. আলিফ, মো. আকিব, আবদুল কুদ্দুস রানা, ছাত্রদল নেতা মো. খোরশেদ, নিয়ামত উল্লাহ, মো. আরমান, মো. মিনহাজ, মো. তামিম, মো. দায়েদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।