নিষ্ঠা ফাউন্ডেশন কর্তৃক লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ২৫ পরিবারকে নগদ অনুদান দেয়া হয়। এ উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় এক বণ্টন অনুষ্ঠান সাতকানিয়ার বারোদোনাস্থ রেফাইয়া দাখিল মাদ্রাসা হলে নিষ্ঠার জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরে তরিকত আল্লামা সৈয়দ নাছেরুল হক চিশতি। শাহজাদা সৈয়দ মউসুলুল হক চিশতির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিষ্ঠার ট্রাস্টি আসিক ইউসুফ চৌধুরী, কর্মকর্তা সালেহ আহমদ, সেকান্দর রহমান কায়ছার, অধ্যক্ষ জুনাইদুল্লাহ শিবলী, ইউপি মেম্বার আব্দুল মান্নান, মহিলা মেম্বার আছিয়া খাতুন, রাজনীতিবিদ জসিম উদ্দিন চৌধুরী, আসিফ, রিয়াজ, আব্দুল্লাহ, সাইফুল, নুসরাত, রুনা, সায়মা। প্রেস বিজ্ঞপ্তি।












