লোহাগাড়ায় রাস্তা অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জনৈক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় বার আউলিয়া মাজার সংলগ্ন আরকান সড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মোঃ আবদুল হাফেজ (৫০)। তিনি পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ সোনাইরা বাপের বাড়ির মৃত ফৌজল কবিরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইসহাক। তিনি জানান, রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কের পার্শ্বে ছিঁটকে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১ জন ভিক্ষুককে কমপ্লেক্সে আনা হয়েছিল, অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুবুর রহমান জানান, একজন ভিক্ষুক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে শুনেছি। অসহায় ভিক্ষুক হিসেবে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় ভিক্ষুকটির মরদেহ বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।