লোহাগাড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে স্মারকলিপি

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে রেলওয়ে মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার উপজেলার যাত্রী সাধারণের পক্ষে লোহাগাড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামকক্সবাজার রেললাইন দিয়ে চলাচলকারী রেলে যাতায়াতে দৈনন্দিন জীবনে আন্তঃনগর ট্রেনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হতে আগ্রহী তারা। কিন্তু লোহাগাড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন থামার ব্যবস্থা না থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। জনবহুল লোহাগাড়া উপজেলা চট্টগ্রামকঙবাজার রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের সংখ্যাও অনেক। ফলে লোহাগাড়া স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর মাধ্যমে এতদ অঞ্চলের মানুষের ভ্রমণ ব্যয় ও চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে গাড়ির চাপ কমবে। একই সাথে ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া বিশেষ ব্যবস্থাপনায় প্রতিটি আন্তঃনগর ট্রেন থামানোসহ লোহাগাড়া স্টেশনের জন্য নির্দিষ্ট সংখ্যক সিট রাখার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রেলপ্রেমী যাত্রী সাধারণের পক্ষে ডা. মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ নুরুল ইসলাম ডালিম, মাস্টার মহররম মিয়া, কবি মুহাম্মদ সোলায়মান ও সাজ্জাদ হোছাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মীরসরাইয়ের যুবক আমজাদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এরশাদউল্লাহর মতবিনিময়