লোহাগাড়া থানা সংস্কারে শ্রমিক কল্যাণ ফেডারেশন

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া থানা সংস্কারে কাজ করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনেও ফেডারেশনের উপজেলা শাখার নেতৃত্বে সংস্কার কাজ পরিচালনা করা হয়েছে।জানা যায়, জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে পুড়ে যাওয়া থানা সংস্কার কাজে নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার এম. ইউসুফ ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে থানা ভবন সংস্কারের কাজ শুরু করা হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক শহিদুল ইসলাম জানান, ফেডারেশনের একদল কর্মী সংস্কার কাজে নিয়োজিত আছেন। বুধবার (১৪ আগস্ট) ক্ষতিগ্রস্ত থানা ভবনের পরিস্কারপরিচ্ছন্ন কাজ শেষ হবে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত থানা পুনঃসংস্কার করে বুঝিয়ে দেয়া হবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর একদল দুর্বৃত্ত থানা ভবন ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। এতে থানা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে পুলিশী সেবা কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে গত শনিবার উপজেলা সদর বটতলী স্টেশনে এক কমিউনিটি সেন্টারে অস্থায়ী থানার কার্যক্রম শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিসের কাউন্সিল
পরবর্তী নিবন্ধ৫ দিন পর মহাসড়কে ফিরেছে সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ