লোহাগাড়া উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে গণমিছিল

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৫:৪১ অপরাহ্ণ

পলাতক শেখ হাসিনার অবৈধ নির্বাচনে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবি গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত মিছিলটি বটতলী স্টেশন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন এইচ এম তামিম (মির্জা) ও ইয়াসিন আরফাত।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে তিনটি দাবি উপস্থাপন করেন উপজেলার সাধারণ ছাত্র-জনতার নেতৃবৃন্দ।

দাবিগুলো হল- পালাতক হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। সকল অবৈধ চেয়ারম্যানদের রাষ্ট্রীয় সম্পদ সরকারের দপ্তরে ফেরত দিতে হবে। জনপ্রতিনিধিদের অবৈধভাবে উপার্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করে আইনের মুখোমুখি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বিএনপির নেতা খুন : সাবেক এমপিকে প্রধান আসামি করে মামলা