কক্সবাজারের উখিয়ায় আনোয়ার আজিম (৫০) নামে লোহাগাড়ার এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বালুখালি বাজারে এই ঘটনা ঘটে। সেখানে তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আনোয়ার আজিম উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ার মৃত জবর মল্লুকের পুত্র ও ৪ সন্তানের জনক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার আজিম উখিয়ার বালুখালি বাজারে একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনারদিন কোম্পানীর গোডাউনে তাকে একা পেয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাকে পিটিয়ে হত্যার কারণ জানা যায়নি।
পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল দুর্বৃত্ত আনোয়ার আজিমের কর্মস্থলে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। নিহতের স্বজনরা পদুয়া থেকে উখিয়ায় গেছেন।