লোহাগাড়ায় ৫টি চোরাই ব্যাটারিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র টেক্সিচালক দিদারুল আলম (২৯) ও কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত খুইল্যা মিয়ার পুত্র আব্দুশ শুক্কুর (৩৫)। পুলিশ জানায়, একটি সিএনজি চালিত টেক্সি উভয় পাশে পর্দা নামিয়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। এ সময় সন্দেহ হওয়ায় টেক্সিটি তল্লাশি করে ৫টি ১২ ভোল্টের ব্যাটারি ও ৪টি বিভিন্ন রেঞ্জ উদ্ধার করা হয়। মালিকানা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়েছে টেক্সিটি। জিজ্ঞাসাবাদে স্বীকার করে ব্যাটারিগুলো চোরাইকৃত। এগুলো বিক্রির উদ্দেশ্যে চকরিয়া স্টেশনে নিয়ে যাচ্ছিল। পরে তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্নস্থানে অভিযানও পরিচালনা করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চোরাইকৃত মালামাল তাদের হেফাজতে রাখায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি আব্দুশ শুক্কুরের বিরুদ্ধে উখিয়া থানায় ৪টি মামলা রয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।