লোহাগাড়ায় হারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিভিন্ন সময়ে চুরি বা হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মোবাইল ফোন উদ্ধারে গঠিত টিমের প্রধান সহকারী উপপরিদর্শক এস এম রাশেদ।জানা যায়, থানায় হারানো মোবাইল ফোনের জিডির ভিত্তিতে চলতি ফেব্রুয়ারি মাসে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী আনম আবদুল্লাহ বাবলু জানান, ফোন হারিয়ে থানায় সাধারণ ডায়েরি করি। পুলিশের সহায়তায় প্রায় দুই মাস পর মোবাইল ফোনটি ফিরে পেয়ে আমি আনন্দিত। অপর ভুক্তভোগী মুশফিকুর রহমান জানান, হারানো ফোনটি উদ্ধার করে দেওয়ায় থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই বসতঘরে ডাকাতি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আড়াই লাখ ঘনফুট বালু জব্দ