লোহাগাড়ায় বার আউলিয়া কলেজের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণের সুযোগ প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (২ জুন) দুপুর ১২টার দিকে কলেজ গেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা যায়, বার আউলিয়া কলেজের এবারের নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্য না হওয়ায় প্রায় ৪শ শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ দিচ্ছেন না কর্তৃপক্ষ। যার ফলে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে দেয়ার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ পূর্বক বিক্ষোভ করে।
এতে প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। তীব্র তাপদাহে যানবাহনে আটকা পড়ে দুর্ভোগ পোহান দূরপাল্লার যাত্রীরা। পুলিশের উপস্থিতিতে টের পেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
শিক্ষার্থীরা জানায়, পার্শ্ববর্তী অন্যান্য কলেজে সেসব শিক্ষার্থীদের এইচএসসি নির্বাচনী যারা সকল বিষয়ে কৃতকার্য হতে পারে নাই তাদের কাছ থেকে বার বার সম্পূরক পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করে ফরম পূরণ করার সুযোগ দিয়েছে।
কিন্তু বার আউলিয়া কলেজ কর্তৃপক্ষ সেই সুযোগটি দেয় নাই। যার ফলে প্রায় ৪শ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করা থেকে বঞ্চিত হচ্ছে। আজ রোববার এইচএসসি ফরম পূরণের শেষ দিন।
তাই আমরা সকল শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবি জানায়।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে বিক্ষোভ করেছিল। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ করার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ করে নাই।
শিক্ষার্থীরা বিক্ষোভ করার ব্যাপারে জানতে বার আউলিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম উদ্দিনকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। তাই এই ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।