লোহাগাড়ায় শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে আমিরাবাদের সামাজিক সংগঠন স্বপ্নছোঁয়া একতা সংঘের উদ্যোগে দুই হাজার ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। স্বপ্নছোঁয়া একতা সংঘের সভাপতি কাইছার হামিদ তুষারের সভাপতিত্বে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন। কবি তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সুজনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিরাবাদ ইউনিয়নের সভাপতি মুজিবুল করিম হেলাল, কৃষি উদ্যোক্তা কায়সার খান সিদ্দিকী, এম এ সালাম, আজিজুল হক।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ