লোহাগাড়ায় লুণ্ঠিত ২৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬৪ হাজার টাকা উদ্ধার ও মো. তৌহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা সদরের আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম সাতকানিয়ার ছোট ঢেমশা এলাকার মো. হারুন অর রশিদের পুত্র। পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত সময়ে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ ডা. সিরাজ উদ্দিন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় এশিয়া প্লাস টেইলার্সের ক্যাশ বক্স থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়। এর মধ্যে রয়েছে ৮টি চুড়ি, ১ জোড়া হাতের বালা, ১টি নেকলেস, ১ জোড়া কানের দুল, ২টি আংটি সর্বমোট ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৪ হাজার টাকা। উক্ত ঘটনার সাথে জড়িত সূত্রোক্ত মামলার আসামি তৌহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্বীকারোক্তি মতে সাতকানিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের করইয়ানগর গ্রামে তার ভাড়া বাসা থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তৌহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।