লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় গুলিতে নিহত কিশোর ইশমামুল হকের (১৭) দাফন সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও দর্জিপাড়ায় নিজ গ্রামে দ্বিতীয় নামাজে শেষে সেনা বাহিনীর সহযোগিতায় তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, ইশমামুল হক ঢাকায় লেখাপড়ার পাশাপাশি চাকরি করতো। গত ৫ আগস্ট চকবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। এই সময় সে গুলিবিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ইশমামুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের ছেলে।