লোহাগাড়ার পুটিবিলায় কথা কাটাকাটির জের ধরে মেয়ের দায়ের কোপে পিতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল আনুমানিক দশটায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সরাইয়া বলিরজুম পাড়ায় উক্ত ঘটনা ঘটে।
নিহত হতভাগ্য পিতার নাম আবদুর রহমান (৫০)। তিনি দক্ষিণ সরাইয়া বলিরজুম পাড়ার ছফুরা বর বাড়ির মৃত আলতাফ মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক।
স্থানীয় ৯নং ওয়ার্ডের চৌকিদার কবির আহমদ দৈনিক আজাদীকে বলেন, নিহত আবদুর রহমান সরাইয়া একজন গরু বিক্রেতা, তিনি বিভিন্ন এলাকা থেকে গরু সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ব্রাহ্মণ পাড়ার মনদুলার চর শুওইরগ্যা ভিটা এলাকার একটি দোকানে চা খেয়ে বাড়িতে আসলে কথা কাটাকাটির সূত্র ধরে তার মেয়ে হুমাইরা বাম হাতের কবজির উপরে একটি এবং বাম গর্দানে একটি কোপ দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে এমচর হাট এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা মোহাম্মদ শাহজাহান দৈনিক আজাদীকে বলেন, তার চাচাতো বোন হুমায়রা বেগমকে গোরস্থান চৌধুরী পাড়ায় বিয়ে দেওয়া হলেও শ্বশুর বাড়িতে কারো সাথে তার বনিবনা না থাকায় বাবার বাড়িতেই থাকে। ঘটনার কিছুক্ষণ আগে গরুকে ভূসি খাওয়ানোর বিষয় নিয়ে হুমাইরার মা সেতু আরার সাথে কথা কাটাকাটি হলে মাকে মারধর করে হুমাইরা।
এর কিছুক্ষণ পরে আমার চাচা বাড়ি ফিরে হুমাইরাকে মাকে মারধর করার কারণ জানতে চাইলে সে তার পিতাকে দা দিয়ে তাড়িয়ে নিয়ে এসে আমাদের বাড়ির ভিতরে নিয়ে এসে কুপিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে এমচর হাট এলাকায় তার মৃত্যু হয়।
লাশের সুরতহালকারী কর্মকর্তা সত্যজিৎ ভৌমিক জানান, নিহতের বাম হাতের কবজির উপরে একটি এবং বাম গর্দানে একটি দায়ের কোপের আঘাত রয়েছে।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, মেয়ের দায়ের কোপে পিতার মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, অভিযুক্ত মেয়ে হুমাইরা বেগম (২৩)কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।