লোহাগাড়ায় মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৮:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে গোলাম আজম নামে এক ব্যক্তিকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের নেতৃত্বে।ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল দৈনিক আজাদীকে বলেন, বুধবার গভীর রাতে উপজেলার চরম্বা মাইজবিলা বড়ুয়া পাড়া সংলগ্ন এলাকায় মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে মাটি খেকোরা দ্রুত পালিয়ে যায়।

অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করার পাশাপাশি অভিযুক্তকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডাম্পার ও স্কেভেটর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় দিয়ে আসা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে জরিমানার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করে অভিযুক্ত গোলাম আজম।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান দৈনিক আজাদীকে বলেন, অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধপদোন্নতি পাওয়া ফরহাদ-নওফেল জনপ্রশাসন ও শিক্ষাতেই থাকছেন