লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:৩৯ অপরাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (১৩ই মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিক উপজেলার কলাউজান ইউনিয়ন ৭নং ওয়ার্ডের পূর্ব কলাউজান কানুরাম বাজারের পশ্চিম পার্শ্বে ঘোলার বর বাড়ি এলাকায় উক্ত অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তের নাম নুরুল আলম চৌধুরী প্রকাশ নুরু। তিনি ওই এলাকার মৃত আবদুস সালাম এর পুত্র এবং কলাউজান ইউপির সাবেক চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল আলম দৈনিক আজাদীকে বলেন, কলাউজানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে এসময় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আসামির কামড়ে পুলিশ সদস্য আহত
পরবর্তী নিবন্ধদাওয়াতে এসে গাড়িচাপায় প্রাণ গেল বাইকারোহী হবু স্ত্রীর, মৃত্যুর সাথে লড়ছে স্বামী