লোহাগাড়ায় বেপরোয়া গতির মারছা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরেক মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে আনুমানিক চারটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (২০) উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কূলপাগলী গ্রামের কালন মিয়ার বাড়ির মোহাম্মদ বাবুলের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল কবির দৈনিক আজাদীকে বলেন, নিহত হাবিব চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের লাস্ট সেমিস্টারের ছাত্র। জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছুটি পেয়ে বাড়িতে আসে হাবিব।
দুর্ঘটনায় অপর আহত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হারুনের পুত্র আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে আজিজনগর টার্ফে খেলতে যাওয়ার পথে চট্টগ্রাম অভিমুখী বেপরোয়া গতির দূরপাল্লার মারছা বাস রং সাইডে গিয়ে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় আহত জাবেদকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান দৈনিক আজাদীকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।