লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় আবছার উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবছার উদ্দিন লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ার মৃত ফৌজুল কবিরের পুত্র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
জানা যায়, গত ২০ জুলাই উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গত ১০ ডিসেম্বর ফারুকুল ইসলাম নামে এক যুবক বাদী হয়ে ২৪৮ জনের নাম উল্লেখ ও ১০০–১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় যুবলীগ নেতা আবছার উদ্দিন এজাহারনামীয় আসামি। লোহাগাড়া থানার এসআই রায়হান বেপারী জানান, গ্রেপ্তার যুবলীগ নেতা আবছার উদ্দিনকে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।