লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইমতিয়াজ মাহামুদ নবীন নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ড. অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নবীন একই ওয়ার্ডের সওদাগর পাড়ার নাছির উদ্দিনের পুত্র ও মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, গত ৩ আগস্ট উপজেলার পদুয়া বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২০ আগস্ট লোহাগাড়া থানায় মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে এক ব্যক্তি বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় নবীনকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার এসআই মুমিন ফরহাদ জানান, গতকাল মঙ্গলবার গ্রেপ্তার নবীনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের রানং ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি শিপিংয়ের ট্রায়াল রান শিগগির