লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম পুটিবিলা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান লাকড়ী পাড়ার মৃত ফজল করিমের পুত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, গত ৩ আগস্ট উপজেলার পদুয়া বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২০ আগস্ট লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় জাহাঙ্গীর আলম এজাহারনামীয় আসামী। তাছাড়া তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া পূজা পরিষদের সাথে বিএনপির মতবিনিময়
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে আহত ৮