লোহাগাড়ায় বিভিন্ন অপরাধে ৪ দোকানিকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে ৪ দোকানিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

জানা যায়, অভিযানে দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা, নুরুল আলমকে ২ হাজার টাকা, আরফাতকে ৩ হাজার টাকা ও মো. হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাত দফা দাবিতে চবি ছাত্রশিবিরের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব গ্রহণ