লোহাগাড়ার কলাউজানে বসতঘরের তালা ভেঙে প্রবাসী ৪ সহোদরের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। গত শুক্রবার রাত ১১টার দিকে চুরির বিষয়টি জানতে পারেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
ক্ষতিগ্রস্তরা হলেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার মাওলানা হাবিবুর রহমানের বাড়ির মাওলানা আজিজুল হকের পুত্র হাবিবুল ইসলাম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম ছোটন। তারা সকলে প্রবাসী। ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম জানান, তারা ৪ সহোদর একই ভবনে থাকেন। কয়েকদিন আগে পরিবারের সকলে আত্মীয় বাড়িতে বেড়াতে গেলেও তিনি ও তার মা বসতঘরে ছিলেন। ঘটনার দিন রাত ৭টার দিকে বসতঘর তালাবদ্ধ করে ডাক্তারের কাছে যান। রাত ১১টার দিকে এসে বসতঘরের দরজার তালা ভাঙা ও রুমের মালামাল এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। চোরেরা আলমারির তালা ভেঙে প্রায় ৩২ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












