লোহাগাড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৭:৪৯ অপরাহ্ণ

মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্য ঊধ্বগতি নিয়ন্ত্রণে, হোটেল, রেস্তোরাঁর পরিবেশ নিয়ে লোহাগাড়ার পদুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ই মার্চ) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার পদুয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। এসময় লোহাগাড়া থানার পুলিশ এবং ভুমি অফিসের কর্মকর্তাবৃন্দ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল দৈনিক আজাদীকে বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্য ঊধ্বগতি নিয়ন্ত্রণে, হোটেল, রেস্তোরাঁর পরিবেশ নিয়ে লোহাগাড়ার পদুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সতর্ক করা হয় এবং হোটেলের পরিবেশ, অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বেওয়ারিশ কুকুর নিধন, প্রতিরোধের মুখে ছেড়ে দিল শিকারিরা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে আসামির কামড়ে পুলিশ সদস্য আহত