লোহাগাড়ায় দেবরের হাতে ভাবী ও ভাতিজি লাঞ্ছিতের অভিযোগ, থানায় মামলা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজুর রহমানের হাতে ভাবী ও ভাতিজিকে মারধর ও লাঞ্চিতের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৭টার সময় উপজেলার চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালোয়ার পাড়ায় ঘটনাটি ঘটে। এতে ভুক্তভোগী শিবলু আক্তার ও তার মেয়ে গুরুতর আহত হয়। পুলিশের জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, ভুক্তভোগী শিবলু আক্তার দীর্ঘদিন স্বামীর সাথে আরব আমিরাতের দুবাই শহরে থাকতেন, কিছুদিন যাবৎ শ্বশুর বাড়িতে আলাদাভাবে বসবাস করছিলেন, রান্নাঘরও সকলে আলাদাভাবে ব্যবহার করত, ভুক্তভোগী শিবলু আক্তারের ব্যবহৃত জায়গার জিনিসপত্র ভাংচুর করছিলেন অভিযুক্ত মাদ্রসা শিক্ষক আব্দুল আজিজ, বাধা প্রদান করলে ভুক্তভোগীর উপর নেমে আসে পাষবিক নির্যাতন।

ভুক্তভোগী প্রবাসীর বউ শিবলু আক্তার জানান, বিয়ের পর থেকে অধিকাংশ সময় স্ব-পরিবারে দুবাই শহরে স্বামীর সাথে ছিলাম, আমার স্বামীর কষ্টের টাকায় কেনা জায়গায় নির্মিত বাড়িতে আমাদের জায়গা হচ্ছেনা, ৩ ছেলে মেয়ে নিয়ে মাত্র একটি রুমে আমরা থাকছি, আমার পাষন্ড দেবর আজিজ দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে আসছিল, আমি পাত্তা না দেওয়ায় আমার উপর ক্ষোভের সৃষ্টি হয় এবং সে প্রতিশোধ নিতে সুযোগের অপেক্ষায় থাকে।

এই ঘটনায় ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা করা হয়, আসামিরা হলেন- আজিজুর রহমান (২৮), তার স্ত্রী কানিজ ফাতিমা (২২), নাঈমা সোলতানা (২২) ও তাদের ভাগিনা মো: জমির উদ্দিন (৩০)।

অভিযুক্ত আজিজ বলেন, আমি তাঁকে মারি নাই শুধু হাতাহাতি হয়েছে, আঘাত কোথায় পেয়েছে আমি জানিনা, হয়ত নিজেকে নিজে আঘাত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিঞা মেম্বার ও স্থানীয় শালিশকার আজিজুল মিন্টুসহ স্থানীয়রা জানান, প্রায় সময় ছোটখাটো বিষয় নিয়েও ওছমানের বউয়ের উপর পাষবিক নির্যাতন চালায় তারা, এমন অমানুষ আমরা দেখিনি, তারা সমাজের কিংবা গ্রাম আদালতের বিচারের তোয়াক্কা করেনা, আমরা তাদের কঠোর শাস্তির দাবী জানাই।

ঘটনার বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ছাদেক বলেন আহত অবস্থায় সিবলু এবং জান্নাতুল ফেরদৌস নামের মা-মেয়ে দুজনকে আহত অবস্থায় আনা হয়, বেধড়ক মারধরের কারণে কপালে, নাকে শরীরের প্রায় অংশে আঘাতের চিহ্ন রয়েছে, মেয়ে জান্নাতুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মা সিবলুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার ছাত্রলীগ নেতা বাকলিয়ায় গ্রেফতার
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে পিডিবির ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর