লোহাগাড়ায় দুই বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার মামলা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নাশকতার মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার সদরের লোহারদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বার ওয়ার্ডের লোহার দীঘির পাড় এলাকার আবু তালেবের ছেলে দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবু সেলিম চৌধুরী (৫০) ও আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বার ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ার সিদ্দিক আহমদের ছেলে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম (৫২)। লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং রেড বোর্ডের গভর্নর ভিজিট
পরবর্তী নিবন্ধনবীন মেলার সভা