লোহাগাড়ায় তারেক রহমানের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:০৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক, সাবেক সদস্য আবুল বশর, মো. করিম উদ্দিন, মঈন উদ্দিন ইমন, মিজান, ফোরকান, মকসুদ, আবছার, আরফাত, মুন্না, আনোয়ার প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন ও দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শতাধিক দুস্থ পেল ইফতার সামগ্রী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি