লোহাগাড়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বিস্ফোরক মামলা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ছাত্রলীগ নেতাসহ ২ জনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কামার পুকুর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ার হারুনুর রশিদের পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিনহাজ (২১) ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উজিরভিটা এলাকার সৈয়দ আহম্মেদের পুত্র মো. রাসেল (৩০)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাইআগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, শুক্রবার (গতকাল) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি হলে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে নিরাপদ আগামীর বাংলাদেশ