লোহাগাড়ায় চুলার আগুনে পুড়েছে ৩ বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চুলার আগুনে পুড়ে গেছে ৩ পরিবারের বসতঘর। গতকাল বুধবার সকালে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার তৌহিদুল ইসলাম, মো. ফরিদ ও মো. শরিফ। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলামের রান্নাঘরের মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত।মুহুর্তের মধ্যে আগুন আধাপাকা বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরের ভেতরে থাকা সিংহভাগ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়া পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে সায়েন্সেস ওয়েবিনার ১৯ মে
পরবর্তী নিবন্ধনিখোঁজের পাঁচদিন পর নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার