লোহাগাড়ায় টিলা কেটে টিনের বেড়া দিয়ে সরকারি খাস জায়গা দখল করে রেখেছিলেন একটি মহল। গতকাল বৃহস্পতিবার উপজেলার চুনতি ইউনিয়নের ফায়ার স্টেশনের কাছে অভিযান চালিয়ে এ অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
তিনি জানান, একটি প্রভাবশালী মহল টিনের বেড়া দিয়ে আনুমানিক ৬ শতক খাস জায়গা দখল করেন। খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে দখল উচ্ছেদ করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এছাড়া অবৈধভাবে দখল করার বিষয়টিও কেউ স্বীকার করছেন না। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।