লোহাগাড়ায় আনারস প্রতীকের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান এই নোটিশ জারি করেন। কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দক্ষিণ হরিণা উচ্চ বিদ্যালয়কে প্রচারণার কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। একইদিন আধুনগর বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে জাতির পিতা, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ব্যবহার করা হয়। ওই সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৮ হাজার টাকা জরিমানা করেন। পুনরায় গত ৩১ মে আমিরাবাদ বটতলী স্টেশনে নির্বাচনী প্রচারণাকালে জাতির পিতা, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ব্যবহার করা হয়েছে এবং প্রার্থী নিজেকে এমপি এম. . মোতালেব ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার মনোনীত প্রার্থী হিসেবে বক্তৃতায় উল্লেখ করেন।

যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা২০১৬ এর ধারা ৮() লঙ্ঘন করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, আচরণবিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ৩ জুন সকাল ১০টায় প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির ৪৫তম সভা
পরবর্তী নিবন্ধজামেয়ার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে